শীতকালে বিভিন্ন অনুষ্ঠান থাকে। ঠান্ডায় কী ভাবে স্টাইল করবেন অনেকেই বুঝতে পারেন না। দীপিকার স্টাইল থেকে কিছু সহজ টিপস নিতে পারেন।
ছবি: সংগৃহীত
রাত হোক বা দিন, যে কোনও পার্টিতে পরতে পারেন ব্যাগি স্টাইলের জ্যাকেট।
ছবি: সংগৃহীত
শীতের সকালে হালকা মেকআপের সঙ্গে পরতে পারেন সোয়েট শার্ট।
ছবি: সংগৃহীত
অফিসের মিটিং বা গুরুত্বপূর্ণ কাজ থাকলে বেছে নিতে পারেন সাদা, বেইজ এই ধরনের রং। ফর্মাল পোশাকে ছিমছাম সুন্দর দেখাবে।
ছবি: সংগৃহীত
শীতে পরতে পারেন পুলওভার। একইসঙ্গে আরামদায়ক এবং স্টাইলিশ।
ছবি: সংগৃহীত
শীতের সময় ঘুরতে গেলে পরতে পারেন লম্বা জ্যাকেট। চামড়ার বুটের সঙ্গে স্টাইল করতে পারেন বেল্ট আর লম্বা জ্যাকেট দিয়ে।
ছবি: সংগৃহীত
গলাবন্ধ রাখতে চাইলে হাইনেক জ্যাকেট পরতে পারবেন। এই ধরনের জ্যাকেট পরলে চেষ্টা করুন মেকআপ এবং গয়না একেবারে হালকা রাখার।
ছবি: সংগৃহীত
শীতে অফিস বা কলেজ যাওয়ার ক্ষেত্রে ডেনিমের সঙ্গে পরতে পারেন সোয়েটার।
ছবি: সংগৃহীত