বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সংগ্রহে রয়েছে নানা ধরনের গয়না।
ছবি: সংগৃহীত
দীপিকা তাঁর ফ্যাশন সেন্সের জন্য সবসময় খবরে থাকেন, তাঁর গয়নার সংগ্রহও আকর্ষণীয়।
ছবি: সংগৃহীত
গত বছর অস্কারের মঞ্চে কালো অফ শোল্ডার গাউনের সঙ্গে দীপিকা পরেছিলেন একটি না-কাটা হিরের হার। এই হারের লকেটটি ছিল চোখে পড়ার মতো।
ছবি: সংগৃহীত
সোনালি রঙের উজ্জ্বল শাড়ির সঙ্গে দীপিকা পরেছেন সোনার গয়না। সোনার হার, ব্রেসলেট, কানের দুলের সুন্দর নকশায় ছিল আভিজাত্যের ছোঁয়া।।
ছবি: সংগৃহীত
সাদা শাড়ি, কাঁধ কাটা সাদা ব্লাউজ়ের সঙ্গে দীপিকা পরেছেন সাদা মুক্তোর চওড়া বহুস্তরীয় হার, যা ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে।
ছবি: সংগৃহীত
মাথায় ব্যান্ডানা, পরনে জামা, সঙ্গে দীপিকা পরেছেন কুন্দনের একটি রানি হার। ছকভাঙা এই সাজে দীপিকাকে লাগছে অন্য রকম।
ছবি: সংগৃহীত
দীপিকা তাঁর বিয়ের রিশেপশন পার্টিতে সাদা ফুল হাতা ব্লাউজ়, সোনালি সিল্কের শাড়ির সঙ্গে পরেছিলেন গলা ভরাট না-কাটা পান্নার চোকার এবং মুক্তো আর পান্নার সীতা হার। কানে ছিল হিরে আর পান্নাখচিত বড় কানপাশা।
ছবি: সংগৃহীত
ঝলমলে শাড়ি, ডিপ নেক ব্লাউজ়ের সঙ্গে দীপিকা পরেছেন ছোট ছোট হিরে আর মাঝারি মাপের পান্নাখচিত সরু চোকার।
ছবি: সংগৃহীত