বুধবার শিখ রীতি মেনে হয়ে গেল রাঘব-পরিণীতির বিয়ের ‘আরদাস’ অনুষ্ঠান।

‘আরদাস’ অর্থাৎ গুরুর কাছে প্রার্থনা।

 যে কোনও শুভ কাজের আগে ‘আরদাস’ করা হয়।

 বিশেষ কোনও খুশির অনুষ্ঠানে ‘আরদাস’ পালন করেন শিখ সম্প্রদায়ের মানুষ।

বিবাহে ‘আরদাস’-এর অর্থ হল নতুন জীবনের জন্য কাছে প্রার্থনা করা।

শিখদের প্রাক্ বিবাহের নিয়মগুলির মধ্যে রয়েছে— ‘আরদাস’, ‘কালির’, ‘আনন্দ কারাজ’, ‘মিলনি’ এবং ‘লাওয়ান’।

২৪ সেপ্টেম্বর রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়ার বিবাহের অনুষ্ঠান হবে।

উদয়পুরের ‘তাজ লেক প্যালেস’-এ বিয়ের অনুষ্ঠান হবে।

দিল্লিতে সাত পাক ঘুরবেন আপ সাংসদ রাঘব চড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।