‘রিলেশনশিপের’ জায়গায় এখন ‘ট্রেন্ডে’ রয়েছে ‘সিচ্যুয়েশনশিপ’। সম্পর্কের সমীকরণও পরিবর্তনশীল!
ছবি: সংগৃহীত
এরই মাঝে অন্য প্রেমের গল্প নিয়ে ভালবাসার মরসুমে মুক্তি পেয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’।
ছবি: সংগৃহীত
শাহিদ কপূর এবং কৃতি শ্যানন অভিনীত সাই-ফাই রোম্যান্টিক কমেডি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৯ ফেব্রুয়ারি। মানুষে-রোবটে প্রেম দেখানো হয়েছে ছবিতে।
ছবি: সংগৃহীত
এই ছবি প্রশ্ন তোলে, রোবট কি মানুষের মতো ভালবাসতে পারে? রোবটের উপর কি ভরসা করা যায়?
ছবি: সংগৃহীত
রোবটের চরিত্রে কৃতী শ্যাননকে ভাল মানিয়েছে।
ছবি: সংগৃহীত
এমন চরিত্র কৃতী শ্যানন আগে করেননি।
ছবি: সংগৃহীত
তাঁর রোবটিক অভিব্যক্তি হাসতে বাধ্য করবে।
ছবি: সংগৃহীত
‘ভ্যালেন্টাইনস্ ডে’-র আবহে মুক্তি পাওয়া এই ছবি অন্য রকম ভালবাসার গল্প বলে।
ছবি: সংগৃহীত