ব্লাউজ়ের নকশায় থাক নায়িকাদের ছোঁয়া।
ছবি: সংগৃহীত
মনীষা রানির সাহসী সাজে নজর কাড়ুন আপনিও!
ছবি: সংগৃহীত
কালো সিকুইন শাড়ির সঙ্গে ডিপনেক, স্লিভলেস ব্লাউজ় পরেছেন মনীষা। এই ধরনের ব্লাউজ়ের সঙ্গে গয়না এবং আনুষঙ্গিক সাজ হালকা হলেও দিব্যি মানিয়ে যায়।
ছবি: সংগৃহীত
এমব্রয়ডারি করা ভেলভেটের ব্লাউজ় যে কোনও শাড়ির সঙ্গেই মানিয়ে যায়। মনীষার এই ব্লাউজ়ের ডিজ়াইনটি যে কোনও অনুষ্ঠানে পরার জন্য আদর্শ।
ছবি: সংগৃহীত
কাঁধ চওড়া বা চেহারা ভারী হলে ফুলহাতা বা থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ় পরলে চেহারায় রোগা ভাব আসবে। তবে খোলা পিঠের ব্লাউজ় পরতেই পারেন।
ছবি: সংগৃহীত
ব্লাউজ়ের কাট আর মাপ যদি ঠিকঠাক হয়, তা হলেই সাজ হতে পারে নজরকাড়া। নৈশপার্টি হোক বা ফেয়ারওয়েল, হালকা ছিমছাম শাড়ির সঙ্গে রং মিলিয়ে স্লিভলেস ব্লাউজ় পরতে পারেন।
ছবি: সংগৃহীত
চেহারা ভারী হলে বুকে ঘন এমব্রয়ডারি, জরি, পাথরের কারুকাজ রয়েছে এমন ব্লাউজ় না পরাই ভাল। এতে চেহারা আরও বেশি ভারী লাগবে। বদলে হালকা কাজের ব্লাউজ় বেছে নিন।
ছবি: সংগৃহীত
কায়দা করতে মন চাইলে পিঠখোলা ব্লাউজ় পরতে পারেন।
ছবি: সংগৃহীত