ফুল ভাল লাগে না, এমন মানুষ বিরল। কিন্তু ব্যক্তিবিশেষে পছন্দ আলাদা হয়। কারও বিশেষ একটি ফুল খুব পছন্দের হয়। তার উপরেই নির্ভর করে তাঁর ব্যক্তিত্ব।
ছবি: সংগৃহীত
পদ্ম, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা না গাঁদা, কোন ফুল পছন্দ? সেই অনুযায়ী বোঝা যায় ব্যক্তির চারিত্রিক এবং মানসিক বৈশিষ্ট্য।
ছবি: সংগৃহীত
গোলাপ
গোলাপ ফুল যাঁদের পছন্দ তাঁরা সাধারণত ঘুরতে পছন্দ করেন।
ছবি: সংগৃহীত
পদ্ম
পদ্মফুল যাঁরা পছন্দ করেন, তাঁরা বুদ্ধিমান হন। যে কোনও পরিস্থিতির মোকাবিলা খুব সহজেই করতে পারেন এঁরা।
ছবি: সংগৃহীত
সূর্যমুখী
যাঁরা সূর্যমুখী ভালবাসেন তাঁরা সরাসরি কথা বলতে পছন্দ করেন। তাঁরা মনের দিক থেকে নরম প্রকৃতির হন।
ছবি: সংগৃহীত
বেল, জুঁই
বেল বা জুঁই ফুল যাঁরা পছন্দ করেন তাঁরা জীবনকে খুব ভালবাসেন৷ অন্যদের প্রভাবিত করার ক্ষমতা থাকে তাঁদের।
ছবি: সংগৃহীত
গাঁদা
পরিবারের প্রতি যত্নশীল হন যাঁরা, তাঁরা গাঁদা ফুল ভালবাসেন। এঁরা যে কোনও কাজ ভেবেচিন্তে করেন।
ছবি: সংগৃহীত