media/unsplash:p01NQYt5Xak

মধুচন্দ্রিমা সারতে বিদেশ যাবেন ভাবছেন? কম খরচেই ঘুরে আসুন এই ৫ দেশ থেকে।

ছবি: সংগৃহীত

media/unsplash:SHOP_CkCb6w

তাইল্যান্ড

সমুদ্রসৈকত, পাহাড় কিংবা ইতিহাসে মোড়া প্রাচীন সব মন্দির দেখতে হলে ঘুরে আসুন তাইল্যান্ড থেকে।

ছবি: সংগৃহীত

media/unsplash:JrnDk7qTA7c

ইন্দোনেশিয়া

ভারতের বাইরে কম খরচে ঘুরতে যাওয়ার জন্য ইন্দোনেশিয়াকে রাখতে পারেন পছন্দের তালিকায়। সঙ্গীকে নিয়ে একান্তে দিব্যি কয়েকটা ঘণ্টা কাটিয়ে দিতে পারেন এখানকার  সুন্দর সমুদ্রসৈকতে।

ছবি: সংগৃহীত

media/unsplash:rsD_jv_A8Yo

ভিয়েতনাম

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কম বাজেটে ভিয়েতনামকে রাখতেই পারেন পছন্দের তালিকায়। গতিশীল মেগাসিটির সঙ্গে পাহাড়ি জনজাতি গ্রামের সহাবস্থান এদেশের দেখার মতো বিষয়।

ছবি: সংগৃহীত

media/unsplash:7tb-b37yHx4

দুবাই

অন্যান্য দেশগুলির তুলনায় দুবাই যদিও একটু দামী, তাও সঠিক পরিকল্পনায় এখান থেকেও আপনি কম খরচে ঘুরে আসতে পারবেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:qtbV_8P_Ksk

মলদ্বীপ

সাদা বালি ভরা মলদ্বীপের সমুদ্রসৈকত আপনার ও আপনার সঙ্গীর একান্তে সময় কাটানোর জন্য আদর্শ হতে পারে।

ছবি: সংগৃহীত

media/unsplash:05A3CzImkhw

এই দেশগুলিতে কম খরচে ঘুরে আসার জন্য আপনাকে মেনে চলতে হবে সহজ কিছু টোটকা।

ছবি: সংগৃহীত

media/unsplash:7Xh-2bHztyc

বড় নামী হোটেলে না থেকে হস্টেলে থাকুন, এতে অনেক টাকা সাশ্রয় হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:ZgREXhl8ER0

দামী রেস্তরাঁয় না খেয়ে, ওই অঞ্চলের স্থানীয় খাবার খেয়ে দেখতে পারেন। নতুন অভিজ্ঞতাও হবে, টাকাও বাঁচবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:XnQAPnqnboM

আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া না করে, গণপরিবহন ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত