বিয়েতে অনেক খরচ হয়েছে। মধুচন্দ্রিমায় সাধ্যের মধ্যে ঘুরতে যেতে চাইছেন? এই সাতটি জায়গার মধ্যে কোনও একটিতে যেতে পারেন।

ছবি: সংগৃহীত

গোয়া

 ঘুরতে যাঁরা ভালবাসেন তাঁদের ঘুরতে যাওয়ার তালিকায় অবশ্যই থাকে গোয়া। শীতে গোয়ার পরিবেশ থাকে মনোরম। মধুচন্দ্রিমা হোক বা নিছক ঘোরাঘুরি, গোয়া যেতেই পারেন।

ছবি: সংগৃহীত

উটি

 চারপাশ সবুজে ঘেরা উপত্যকার মাঝে নির্জনে, একান্ত সময় উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন উটি।

ছবি: সংগৃহীত

দার্জিলিং

 ঘুম থেকে উঠেই টাইগার হিলসের অপূর্ব শোভা দেখতে চান? কম খরচে চলে যেতে পারেন দার্জিলিং। শীতে বিশেষ উষ্ণতা দেবে দার্জিলিং চা।

ছবি: সংগৃহীত

হৃষিকেশ

 উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আগামী দিনের জন্য শান্তির প্রার্থনা করতে চাইলে হৃষিকেশ আদর্শ জায়গা।

ছবি: সংগৃহীত

আন্দামান ও নিকোবর

  নীল জলরাশির মাঝে হারিয়ে যেতে চান দু’জনে? চলে যেতে পারেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

ছবি: সংগৃহীত

উদয়পুর

 ইতিহাসকে ছুঁয়ে দেখতে চাইলে চলে যেতে পারেন উদয়পুর। সুপ্রাচীন প্রাসাদে সজ্জিত উদয়পুর ছবি তোলার জন্যও অন্যতম সেরা জায়গা।

ছবি: সংগৃহীত

শিমলা

 শীতের সময় কম খরচে পাহাড়ে ঘুরতে যেতে চাইলে চলে যেতে পারেন শিমলা।

ছবি: সংগৃহীত