‘পাকিস্তানের অম্বানী’ নামে পরিচিত মিয়াঁ মহম্মদ মন্শা। কেন এই তুলনা?
ছবি: সংগৃহীত
মন্শার মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি ডলার।
ছবি: সংগৃহীত
ব্যবসায় প্রতিপত্তির জন্য মন্শাকে রিলায়্যান্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানীর সঙ্গে তুলনা করা হয়। যদিও মোট সম্পত্তির পরিমাণের দিক থেকে তিনি মুকেশ অম্বানীর তুলনায় অনেকটাই পিছিয়ে।
ছবি: সংগৃহীত
মন্শার বাবা একটি কটন মিলের মালিক ছিলেন। পড়াশোনার জন্য লন্ডনে পাঠিয়েছিলেন মন্শাকে।
ছবি: সংগৃহীত
পারিবারিক সূত্রে পাকিস্তানের এই ধনকুবেরের রয়েছে ভারত যোগও।
ছবি: সংগৃহীত
তাঁর পূর্বপুরুষেরা বসবাস করতেন কলকাতায়। তবে তিরিশের দশকে কলকাতা থেকে পঞ্জাবে পাড়ি দেন তাঁরা।
ছবি: সংগৃহীত
নিজের দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে আমজনতার মতোই উদ্বিগ্ন ‘নিশাত’ গ্রুপের প্রতিষ্ঠাতা সিইও মন্শা।
ছবি: সংগৃহীত
তাঁর সংস্থা ব্যাঙ্কিং, রিয়েল এস্টেট, বৈদ্যুতিক পণ্য, সিমেন্ট উৎপাদন এবং টেক্সটাইল নিয়ে কাজ করে।
ছবি: সংগৃহীত