বাইরে ঘুরতে গেলে অনেক সময় জল কিনে খেতে হয়। বিভিন্ন রঙের ঢাকনা দেওয়া বোতলে জল পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
কেনা জলের বোতল বিভিন্ন সংস্থার হয়। কিন্তু একটি বিষয়ে মিল থাকে প্রায় সব জলের বোতলে।
ছবি: সংগৃহীত
বেশির ভাগ ক্ষেত্রে জলের বোতলের ঢাকনা নীল রঙের হয়৷ অন্যান্য রং থাকে না তা নয়, কিন্তু তা সংখ্যায় খুবই কম। প্রত্যেকটি রঙের আলাদা অর্থ আছে।
ছবি: সংগৃহীত
বিশেষজ্ঞদের মতে, নীল ঢাকনা বিশেষ অর্থবহ। নীল ঢাকনা দেওয়া জলের বোতলে যে জল থাকে তা মিনারেল ওয়াটার অথবা স্প্রিং ওয়াটার।
ছবি: সংগৃহীত
সবুজ ঢাকনা মানে সেই জলের মধ্যে স্বাদ বৃদ্ধির জন্য কিছু উপাদান যোগ করা হয়েছে।
ছবি: সংগৃহীত
সাদা ঢাকনা দেওয়া থাকলে বুঝতে হবে বোতলের জল নিয়মিত বদল করে পুনরায় ভর্তি করা হয়।
ছবি: সংগৃহীত
জলের বোতলের ঢাকনা কালো রঙের হলে বুঝতে হবে এই জলে ক্ষারের পরিমাণ বেশি।
ছবি: সংগৃহীত
জলের বোতলে হলুদ ঢাকনা থাকলে বোঝায়, ইলেকট্রোলাইটস এবং ভিটামিন আছে জলে। আর লাল ঢাকনার অর্থ পরিষ্কার জল।
ছবি: সংগৃহীত