নবরাত্রির ন'টা দিন অত্যন্ত শুভ৷ এই বছর ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নবরাত্রি।
ছবি: সংগৃহীত
নবরাত্রির প্রতিটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে৷ একেক দিন একেকটি বিশেষ রং পরিধান করা শুভ বলে মনে করা হয়।
ছবি: সংগৃহীত
তৃতীয় দিনে বেছে নিন লাল রঙের পোশাক। সাজগোজ রাখুন সাদামাঠা।
ছবি: সংগৃহীত
লাল পোশাকে আকর্ষণীয় দেখায় এমন নকশা বেছে নিতে পারেন।
ছবি: সংগৃহীত
আরামদায়ক পোশাক পরেই হয়ে উঠুন নজরকাড়া। এমন পোশাক বেছে নিন যা পরলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
ছবি: সংগৃহীত
আপনি যদি ভিন্ন ভাবে নিজেকে সাজাতে চান, তা হলে সাধারণ লাল শাড়িকেও অন্য ভাবে পরতে পারেন।
ছবি: সংগৃহীত
পোশাকের সঙ্গে মানানসই গয়না পরুন। পুজো মানেই বাইরে ঘুরতে যাওয়া। তাই ভারী গহনা এড়িয়ে চলাই ভাল।
ছবি: সংগৃহীত
লাল রঙের এমনিতেই আলাদো আবেদন রয়েছে। তাই লাল পোশাকের সঙ্গে হালকা মেকআপ করলে দেখতে ভাল লাগবে।
ছবি: সংগৃহীত