শীতেও সবুজ থাকবে তুলসী গাছ। মেনে চলুন কিছু সহজ টিপ্স।
ছবি: সংগৃহীত
বাড়িতে তুলসী গাছ লাগান অনেকেই। কেউ ধর্মীয় বিশ্বাসে, কেউ আবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে।
ছবি: সংগৃহীত
পাতা ঝরার মরসুমে বাড়িতে তুলসী গাছের যত্ন নেবেন কী ভাবে?
ছবি: সংগৃহীত
ঠান্ডা আবহাওয়ায় তুলসী গাছে অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন।
ছবি: সংগৃহীত
তুলসীতে ছত্রাকের সংক্রমণ রোধ করতে নিম বীজের গুঁড়ো তৈরি করে গাছের গোড়ায় দিন।
ছবি: সংগৃহীত
নিম বীজের গুঁড়ো না পাওয়া গেলে নিম পাতা সিদ্ধ করে ১৫ দিনের মধ্যে তা জলে মিশিয়ে স্প্রে করুন।
ছবি: সংগৃহীত
তুলসী গাছের গোড়ার মাটি যাতে আর্দ্র না হয়ে পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। আর্দ্রতার কারণে পাতা ঝরে পড়ে।
ছবি: সংগৃহীত
মাটির আর্দ্রতা এড়াতে, ১৫-২০ সেন্টিমিটার পর্যন্ত মাটি খনন করুন। যদি আর্দ্রতা দেখা যায়, উপরে বালি এবং শুকনো মাটি যোগ করুন।
ছবি: সংগৃহীত