ভারতের জোড়া শহরের মুকুটে নয়া পালক। ইউনেসকো-র সৃজনশীল শহরের তালিকায় (‘ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক’— ইউসিসিএন) জায়গা করে নিল তারা।
ছবি: সংগৃহীত
মোট ৫৫টি শহরকে এই তালিকার অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। এর আগে কলকাতার দুর্গাপুজো এবং বিশ্বভারতী হেরিটেজ সম্মান পেয়েছে। এ বার সৃজনশীল শহরের তালিকায় যুক্ত হল ভারতের আরও দুই শহর।
ছবি: সংগৃহীত
সৃজনশীলতার নিরিখে বিশেষ সম্মান পাচ্ছে গোয়ালিয়র এবং কোঝিকোড়।
ছবি: সংগৃহীত
শাস্ত্রীয় সঙ্গীতের জন্য গোয়ালিয়র এবং সাহিত্যে কোঝিকোড় এই সম্মান পাচ্ছে।
ছবি: সংগৃহীত
এই তালিকায় ২০১৫ সালে জায়গা করে নিয়েছিল বারাণসী, ২০১৭-এ চেন্নাই এবং ২০২১-এ শ্রীনগর।
ছবি: সংগৃহীত
এ ছাড়াও, জয়পুর, মুম্বই, হায়দরাবাদ ইতিমধ্যেই ইউনেসকোর সৃজনশীল শহরের তালিকায় রয়েছে।
ছবি: সংগৃহীত
সারা বিশ্বে ১০০টি দেশের ৩৫০টি শহর এই তালিকায় রয়েছে।
ছবি: সংগৃহীত
কারুশিল্প, লোকশিল্প, চলচ্চিত্র, সুখাদ্য ভোজনবিদ্যা, সাহিত্য, সঙ্গীত বিভাগে এই সম্মান পেয়েছে শহরগুলি।
ছবি: সংগৃহীত