গরমে কাজ শেষে বাড়ি ফিরে ঠান্ডা বিয়ারে চুমুক দিয়েই স্বস্তির সময় কাটাবেন ঠিক করেছেন। তবে দোকান থেকে বাড়ি নিয়ে যেতে যেতেই বিয়ার হয়ে যাচ্ছে গরম।

ছবি: সংগৃহীত

ফ্রিজে রেখে সেই বোতল ঠান্ডা করতে গেলেও লেগে যাচ্ছে অনেকটা সময়। তাহলে উপায় কী?

ছবি: সংগৃহীত

ফ্রিজ ছাড়া বিয়ার ঠান্ডা করা সহজ নয়। তবে তা খুব কঠিন কাজও নয়। কয়েকটি সহজ উপায় মেনে চললে অল্প সময়েই বিয়ার ঠান্ডা হয়ে যাবে।

ছবি: সংগৃহীত

বাড়িতে পুরনো খবরের কাগজ বা টিস্যু পেপার আছে? সেগুলিকে বড় বড় করে ছিঁড়ে জলে ভিজিয়ে নিন।

ছবি: সংগৃহীত

এবার ওই ভেজা কাগজের টুকরো বিয়ারের বোতলের গায়ে ভাল করে সেঁটে দিন। বোতলগুলো কিছুক্ষণ অন্ধকার জায়গায় রেখে দিন, দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে।

ছবি: সংগৃহীত

ওয়েট টিস্যুও কিন্তু বিয়ারের বোতল ঠান্ডা রাখতে পারে। বোতলের গায়ে পুরু করে ওয়েট টিস্যু জড়িয়ে রাখুন। বিয়ারের বোতল অনেকক্ষণ ঠান্ডা রাখতে এই টোটকা কাজে আসে।

ছবি: সংগৃহীত

গ্লাসে বিয়ার খাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে গ্লাসগুলি আগে থেকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। এই ভাবেও আপনি  বিয়ার ঠান্ডা করতে পারেন ।

ছবি: সংগৃহীত

বিয়ার দীর্ঘক্ষণ ঠান্ডা রাখতে একটা বালতিতে বরফ, জল আর সামান্য নুন দিন। তার পর বালতির মধ্যে বিয়ারের বোতলগুলি রেখে দিন।

ছবি: সংগৃহীত