উপমা খাবেন বলে বাজার থেকে সুজি কিনে আনলেন। বানানোর পর বাড়তি সুজিটা কৌটোয় ঢেলে রেখে দিলেন।

ছবি: সংগৃহীত

কয়েক দিন পর সেই সুজির কৌটোয় হাত দিতেই দেখলেন তাতে মনের সুখে পোকারা ঘুরে বেড়াচ্ছে। ফলে পুরো সুজিটাই ফেলে দিতে হল।

ছবি: সংগৃহীত

প্রায় প্রতিটি বাড়ির হেঁশেলেই এই পোকার সমস্যা দেখা যায়। এর ফলে প্রচুর খাবারও নষ্ট হয়।

ছবি: সংগৃহীত

তবে কয়েকটি ঘরোয়া টোটকা মাথায় রেখে চললেই পোকার উপদ্রব থেকে মুক্তি পাবেন।

ছবি: সংগৃহীত

সুজির কৌটোয় একটা তেজপাতা রেখে দিতে পারেন, এর গন্ধে সুজিতে পোকা ধরবে না।

ছবি: সংগৃহীত

পোকা থেকে বাঁচাতে সুজির কৌটোয় ১০-১২টি পুদিনা পাতা রেখে দিতে পারেন। পুদিনার গন্ধেও পোকা ধরবে না।

ছবি: সংগৃহীত

পুদিনা পাতার বদলে ১০-১২টি শুকনো নিম পাতা রাখলেও কাজ হবে।

ছবি: সংগৃহীত

এ ছাড়া, সুজি শুকনো খোলায় ভেজে নিন। ঠান্ডা হয়ে এলে বায়ুনিরূদ্ধ কৌটোয় ভরে রাখুন।

ছবি: সংগৃহীত