রান্না করতে অনেকেই ভালবাসেন, তবে রান্নাঘর পরিষ্কার করতেই হয় যত কষ্ট। এরই মধ্যে সব থেকে অবহেলায় থাকে হেঁশেলের তাকে থাকা কৌটোগুলি।
ছবি: সংগৃহীত
দিনের পর দিন রান্নার যত তেলকালি কৌটোর গায়ে জমে জমে সাদা কৌটোর রং হয়ে যায় কালো। সেগুলি পরিষ্কার করাও বেশ খাটনির কাজ।
ছবি: সংগৃহীত
তবে মাঝেমাঝেই যদি পরিষ্কার করে নেওয়া যায়, তা হলে আর বেশি পরিশ্রমের প্রয়োজন পড়ে না। কয়েকটি ঘরোয়া উপাদানেই এই কাজ আরও সহজ হয়ে যাবে, বেশি সময়ও খরচ করতে হবে না।
ছবি: সংগৃহীত
আধ মগ জলে দু’চামচ সাদা ভিনিগার মেশান। এ বার সে মিশ্রণে একটি কাপড় ভিজিয়ে কৌটোর গায়ে ঘষুণ, জেদি দাগ সহজেই উঠে যাবে।
ছবি: সংগৃহীত
একটি বড় পাত্রে গরম জল ও ৩ চামচ নুন মেশান, এ বার তাতে নোংরা কৌটোগুলি ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। পাত্র থেকে তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
ছবি: সংগৃহীত
গরম জলে জামাকাপড় কাচার সাবান দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার এতে কৌটোগুলি কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। জল থেকে তুলে স্পঞ্জ দিয়ে ঘষলেই সব তেলচিটে দাগ পরিষ্কার হয়ে যাবে।
ছবি: সংগৃহীত
জলে লেবুর খোসা ফেলে ফোটান, জল ফুটে উঠলে আঁচ বন্ধ করে তাতে ২ চামচ বোরক্স পাউডার দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে যে কোনও তেলচিটে দাগ পরিষ্কার করতে পারবেন।
ছবি: সংগৃহীত
বেকিং সোডা ও জলের মিশ্রণ তৈরি করে কৌটোর গায়ে লাগিয়ে ভাল করে ডলুন, তেলচিটে দাগ উঠে যাবে।
ছবি: সংগৃহীত