media/unsplash:hK9hIPgF3QU

কোনও টাকা খরচ না-করেই এই রেস্তরাঁয় গ্রাহকেরা ওয়াইন পেতে পারেন। তবে সে জন্য তাঁদের একটি বিশেষ শর্ত মানতে হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:BAanEbxe9No

এই সব রেস্তরাঁয় বিনামূল্যে মেলে ওয়াইন! শর্ত শুধু একটাই।

ছবি: সংগৃহীত

media/unsplash:QgCM4ZF9EMQ

রেস্তরাঁয় প্রবেশের সময় একটি বাক্সে মোবাইল রেখে দিতে হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:VVv9rARToxc

রেস্তরাঁর ভিতরে ঢুকে সেই চাবি দেখালেই পাওয়া যাবে বিনামূল্যে ওয়াইন।

ছবি: সংগৃহীত

media/unsplash:ehITExxhU6k

খাবার খাওয়ার সময় গ্রাহকদের মোবাইল-বিচ্ছিন্ন রাখতেই ইতালির আল কনডোমিনিও রেস্তরাঁর এই প্রচেষ্টা।

ছবি: সংগৃহীত

media/unsplash:erlJ3_eEZyc

সিডনির একটি রেস্তরাঁয় আপনাকে আবার বাক্সে মোবাইল জমা রাখতেও হবে না। ফোন বন্ধ রাখলেই বিনামূল্যে ওয়াইন।

ছবি: সংগৃহীত

media/unsplash:yOTVFgem9gU

ব্রিটেনে এমন এক রেস্তরাঁ রয়েছে যেখানে আপনি খাওয়ার সময় মোবাইল ব্যবহার না-করলে বিলে ২০ শতাংশ ছাড় পাবেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:m1L5ot3iM-4

মুম্বইয়ে এমন অনেক রেস্তরাঁ রয়েছে যেখানে বছরের সব সময়েই এই ধরনের ‘অফার’ থাকে।

ছবি: সংগৃহীত