কিছু প্রাণী আছে যারা চোখ বন্ধ থাকলেও অন্য ভাবে ‘দেখতে পায়’।

ছবি: সংগৃহীত

সিল মাছ

 চোখ বন্ধ থাকলেও গোঁফের সাহায্যে অন্য বস্তুর গতিবিধি বুঝতে পারে সিল।

ছবি: সংগৃহীত

হাতি

 হাতির দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। তবে হাতি চোখ বন্ধ করে রাখলেও শুঁড় এবং পা দিয়ে গতিবিধি অনুভব করতে পারে।

ছবি: সংগৃহীত

ছুঁচো

অন্ধকারে দেখতে না পেলেও কোনও বস্তুর কম্পনের সাহায্যে ছুঁচো শিকার ধরতে পারে।

ছবি: সংগৃহীত

জাম্পিং মাকড়সা

 মাকড়সার গায়ে অসংখ্য ক্ষুদ্র রোম থাকে। চোখ ছাড়াও এই রোমের সাহায্যে শিকারের গতিবিধি বুঝতে পারে মাকড়সা।

ছবি: সংগৃহীত

বাদুড়

গভীর অন্ধকারে বাদুড় তার ডানার কম্পন এবং তার প্রতিধ্বনির উপর নির্ভর করে চলাফেরা করে এবং শিকার করতে পারে।

ছবি: সংগৃহীত

ডলফিন

ডলফিনের ইকোলোকেশন ক্ষমতা রয়েছে। চোখ বন্ধ করেও কম্পনের অনুভূতির সাহায্যে আশেপাশের বস্তুর গতিবিধি বুঝতে পারে ডলফিন।

ছবি: সংগৃহীত

পিট ভাইপার

 অত্যন্ত বিপজ্জনক এই প্রাণীর চোখ ছাড়াও বিশেষ এক অঙ্গ রয়েছে যা অন্ধকারেও শিকারদের শনাক্ত করতে পারে।

ছবি: সংগৃহীত