কেরিয়ার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। উন্নতির জন্য কেরিয়ার পরিবর্তন করা কখনও কখনও প্রয়োজন হয়।
ছবি: সংগৃহীত
কয়েকটি রাশির মানুষ কেরিয়ার পরিবর্তন করতে সময় নষ্ট করেন না।
ছবি: সংগৃহীত
পাঁচ রাশির মানুষ পেশাক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণে রাখেন এবং প্রয়োজনে পেশা বা সংস্থা পরিবর্তনে করতে বেশি সময় নেন না।
ছবি: সংগৃহীত
মেষ
আশাবাদী, উদ্যমী এবং সাহসী হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। এঁরা স্বাধীনচেতা হন। তাই পেশাগত জীবনে স্বাধীনতা না পেলে এঁরা কর্ম পরিবর্তন করেন।
ছবি: সংগৃহীত
মিথুন
এঁরা দক্ষ সংগঠক। কথা বলতে ভালবাসেন এবং নতুন কাজে নতুন পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারেন। তাই এঁরা উন্নতির জন্য কেরিয়ারে যে কোনও পরিবর্তন দ্রুত করেন।
ছবি: সংগৃহীত
ধনু
আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এই রাশির মানুষ৷ যে কোনও বিষয় ভাল ভাবে বুঝতে পারেন। সেই সঙ্গে নতুন পরিবেশে অত্যন্ত দ্রুত মানিয়ে নিতে পারেন। এঁরাও পেশাগত পরিবর্তনে আবেগের কারণে সময় নষ্ট করেন না।
ছবি: সংগৃহীত
কুম্ভ
ধৈর্যশীল এবং একাধিক বিষয় আগ্রহ থাকায়এই রাশির মানুষ নতুন কোনও কাজ করার ক্ষেত্রে সফল হন। এর ফলে পেশাগত জীবনে নতুন সুযোগ এলে সেই সুযোগ সঙ্গে সঙ্গে গ্রহণ করেন কুম্ভ রাশির মানুষ।
ছবি: সংগৃহীত
মীন
এঁরা শান্ত, পরোপকারী এবং আন্তরিক স্বভাবের হন। যে কোনও বিষয় সহজেই বুঝতে পারেন এবং দূরদর্শী হন। উন্নতির জন্য সদা সচেষ্ট থাকায় পেশাগত জীবনে যে কোনও পরিবর্তনে এঁরা সাফল্য পান।
ছবি: সংগৃহীত