কিছু কিছু গাছ আছে যাদের জন্মাতে বীজ বা শিকড়ের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু পাতার।
এই গাছগুলি শুধু ঘরের বাইরে নয়, ঘরের ভিতরেও সৌন্দর্য বৃদ্ধি করে।
এই গাছগুলি পাতা থেকে জন্মায় এবং তাদের রক্ষণাবেক্ষণও সহজ।
জেড প্ল্যান্ট
জেড গাছের তাজা পাতা ছিঁড়ে ভেজা মাটিতে পুঁতে রেখে দিলে কয়েক দিনের মধ্যে নতুন গাছ জন্ম নেবে।
স্পাইডার প্ল্যান্ট
স্পাইডার প্ল্যান্টের একটি পাতা তুলে জলে ডুবিয়ে রেখে কয়েক দিন পর ভিজে মাটিতে পুঁতে দিলে নতুন গাছের জন্ম হবে।
অ্যালো ভেরা
অ্যালো ভেরার পাতা শুকিয়ে একটি পাত্রে রোপণ করুন এবং নিয়মিত জল দিন। এক মাসের মধ্যে গাছটি বেড়ে উঠবে।
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্টের পাতা মাঝখান থেকে কেটে দুই টুকরো করে পাত্রে লাগিয়ে রাখলেই গাছের জন্ম হবে। এই গাছে বেশি জলের প্রয়োজন হয় না।
রাবার প্ল্যান্ট
রাবার গাছের পাতা আর্দ্র মাটিতে পুঁতে দিন ও নিয়মিত জল দিন।
পরবর্তী খবর পড়ুন