অন্ধকার মুছে আলোর আগমন৷ অশুভের বিনাশ, শুভ শক্তির উদ্বোধন হয় দীপাবলিতে৷ আলোর উৎসব পালনের কিছু রীতি প্রচলিত৷
ছবি: সংগৃহীত
আলোকসজ্জা
মাটির প্রদীপ হোক বা বৈদ্যুতিক রঙিন আলো, দীপাবলিতে প্রত্যেক বাড়ি-অলিগলি আলোতে সেজে ওঠে৷ আলোই এই উৎসবের মূল সুর।
ছবি: সংগৃহীত
রঙ্গোলি
নানা রকম রং, ফুল দিয়ে সুন্দর নকশা করা হয়৷ আলো দিয়ে সেই নকশা সাজিয়ে তোলা হয়৷ বাড়ির মূল দরজার বাইরে অথবা প্রবেশদ্বারের সামনে রঙ্গোলি দিয়ে সাজানোর রীতি প্রচলিত৷
ছবি: সংগৃহীত
জ্বলন্ত পটকা
বর্তমানে নানা রকম আতসবাজি পাওয়া যায়৷ তবে চিরাচরিত ভাবে দীপাবলির উদযাপনে ফুলঝুরি জ্বালানোর রীতি প্রচলিত৷
ছবি: সংগৃহীত
উপহার
আত্মীয় পরিজনকে প্রধানত মিষ্টি উপহার দেওয়ার রীতি প্রচলিত৷ তবে মিষ্টির সঙ্গে অন্যান্য সামগ্রীও দেওয়া হয় দীপাবলির উপহার হিসাবে৷
ছবি: সংগৃহীত
ঘর সাজানো
হেমন্ত পাতা ঝরার মরসুম৷ চারদিকের সমস্ত ক্ষয়, মালিন্য দূর করে শুভ শক্তির আগমনের প্রতীক হিসাবে বাড়ি ঘর পরিষ্কার করার রীতি রয়েছে দীপাবলিতে৷
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুজো
দীপাবলি অশুভের বিনাশ আর শুভ শক্তির আগমনের উৎসব। তাই অনেক বাড়িতে অলক্ষ্মী বিদায় করে শ্রী প্রতিষ্ঠার জন্য এই সময়ে লক্ষ্মীপুজোর রীতি রয়েছে।
ছবি: সংগৃহীত
ভূরিভোজ
উৎসব মানেই ভূরিভোজ। দীপাবলিও তার ব্যতিক্রম নয়। সুন্দর ভাবে ঘর সাজিয়ে অতিথি অভ্যাগতদের জন্য বাহারি পদের সমাহারে ভূরিভোজনের রীতিও প্রচলিত দীপাবলিতে।
ছবি: সংগৃহীত