বিশ্বের দীর্ঘতম শব্দ কোনটি? এর অর্থ কী?
ছবি: সংগৃহীত
ইংরেজিতে বিশ্বের দীর্ঘতম শব্দটি হল ‘নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিকসিলিকোভলক্যানোকনিয়োসিস’।
ছবি: সংগৃহীত
দীর্ঘতম শব্দ হওয়া ছাড়া এটি একটি রোগের নামও বটে।
ছবি: সংগৃহীত
এটি ফুসফুসের সংক্রমণজনিত একটি মারণরোগের নাম। সিলিকা ধূলিকণার কারণে ফুসফুসের এই রোগ হয়।
ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত আকারে এই রোগকে ‘নিউমোকোনিওসিস’, ‘সিলিকোসিস’ বা ‘কালো ফুসফুস’ বলা হয়।
ছবি: সংগৃহীত
রোগের নাম যতটা দীর্ঘ, তেমনই দীর্ঘস্থায়ী এই রোগ।
ছবি: সংগৃহীত
এই বিপজ্জনক রোগে আক্রান্ত হলে ক্যানসার, যক্ষা, এমনকি হৃদ্যন্ত্র বিকল হওয়ারও ঝুঁকি থাকে।
ছবি: সংগৃহীত
শ্বাসকষ্ট, ক্লান্তি, কাশি, বুকে ব্যথা, ক্ষুধামন্দা এই রোগের লক্ষণ।
ছবি: সংগৃহীত