ইটালির গণ্ডি পেরিয়ে পিৎজ়ার খ্যাতি এখন বিশ্ব জুড়ে। প্রায় সব দেশেই সেখানকার মানুষের পছন্দমতো কিছুটা বদলে তৈরি করা হয় এই খাবার।
ছবি: সংগৃহীত
জায়গা এবং স্বাদ অনুযায়ী বদলেছে পিৎজ়ার টপিংও। বিভিন্ন ধরনের চিজ়ের সঙ্গে টপিং হিসাবে ব্যবহৃত হয় হ্যাম, বেকন, সসেজ, পর্ক, চিকেন, মিটবল। এমনকি বিভিন্ন দেশে ভেজ পিৎজ়ারও চাহিদা প্রচুর।
ছবি: সংগৃহীত
‘হাওয়াইয়ান পিৎজ়া’-র টপিংয়ে হ্যামের সঙ্গে আনারস দেওয়ার চল রয়েছে। সম্প্রতি হংকংয়ে একটি নতুন ধরনের পিৎজ়া বিক্রি শুরু হয়েছে।
ছবি: সংগৃহীত
এই বিশেষ টপিংয়ের পিৎজ়া কেউ দিব্যি ভালবেসে খাচ্ছেন। কেউ আবার নাক সিঁটকোচ্ছেন!
ছবি: সংগৃহীত
হংকংয়ে সাপের মাংস দেওয়া পিৎজ়া বিক্রি করছে একটি পিৎজ়া প্রস্তুতকারী সংস্থা।
ছবি: সংগৃহীত
হংকংয়েরই একটি রেস্তরাঁর সঙ্গে যৌথ ভাবে এই পিৎজ়া তৈরি করছে সংস্থাটি।
ছবি: সংগৃহীত
সাপের মাংস দিয়ে তৈরি স্যুপ ইতিমধ্যেই হংকংয়ে বেশ জনপ্রিয়।
ছবি: সংগৃহীত
এ বার নতুন স্বাদের খোঁজে পনির এবং শুকনো হ্যামের পরে সাপের মাংসের টপিং দেওয়া পিৎজ়া নিয়ে এসেছে সংস্থা।
ছবি: সংগৃহীত