বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলি ভারতের জনপ্রিয় হলেও বিদেশে নিষিদ্ধ।
ছবি: সংগৃহীত
শিঙাড়া
সোমালিয়ার আল শাবাব গোষ্ঠী ত্রিভুজাকাকৃতিকে খ্রিস্টধর্মের প্রতীক হিসাবে বিবেচনা করে। তাই এখানে শিঙাড়া খাওয়া নিষিদ্ধ।
ছবি: সংগৃহীত
ঘি
ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ঘি হার্ট অ্যাটাক এবং স্থূলতার কারণ। আমেরিকায় তাই ঘি নিষিদ্ধ।
ছবি: সংগৃহীত
চ্যবনপ্রাশ
শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভারতীয়েরা চ্যবনপ্রাশ খান। কিন্তু কানাডা, অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ চ্যবনপ্রাশ।
ছবি: সংগৃহীত
কবাব
শহরের ঐতিহ্য রক্ষায় ভেনিসে যে কোনও ধরনের কবাব খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
ছবি: সংগৃহীত
চুইংগাম
চুইংগাম খেয়ে অবশিষ্টাংশ যত্রতত্র ফেলা এবং লাগিয়ে রাখার কারণে চারপাশ নোংরা হয়। পরিচ্ছন্নতার জন্য সিঙ্গাপুরে তাই চুইংগাম নিষিদ্ধ।
ছবি: সংগৃহীত
সস্
স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফ্রান্স সরকার সস্ খাওয়া নিষিদ্ধ করেছে।
ছবি: সংগৃহীত
পোস্তদানা
সিঙ্গাপুর, তাইওয়ান, সৌদি আরবের মতো দেশ পোস্তের বীজে বেশি পরিমাণে মরফিন পাওয়া যাওয়ায় সেটি নিষিদ্ধ করেছে।
ছবি: সংগৃহীত