আজকাল ফুড ব্লগারেরা বিভিন্ন ধরনের খাবারের ভিডিয়ো পোস্ট করেন।
কিছু রেসিপি সকলের পছন্দ হয়, আবার কিছু রেসিপি দেখলেই নেটাগরিকরা চটে যান।
এমনই একটি রেসিপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে মোমো তৈরি করতে দেখা যাচ্ছে।
দেখা গিয়েছে, ওই ব্যক্তি মোমোর ভিতরে আনারসের পুর ভরছেন।
আনারসকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আছে। মোমোর মধ্যে আনারসের সেই টুকরোগুলি ভরছেন।
এর পরে, তিনি সেই আনারসের পুর দেওয়া মোমোগুলিকে কড়া ভাবে ভাজছেন।
ভিডিয়োতে নানা ধরনের মন্তব্য দেখা গিয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘মোমোদের সঠিক বিচার চাই।’
আর এক জন লিখেছেন, ‘এটা দেখার পর হারপিক মোমো খেতে চাই।’
পরবর্তী খবর পড়ুন
পরবর্তী খবর পড়ুন