বিয়ের দিনের অনুষ্ঠান নিয়ে সকলেরই অনেক স্বপ্ন থাকে৷ প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে অনেকেই বিয়েতে প্রচুর অর্থব্যয় করেন৷

মনের মতো করে বিয়ে করতে বিপুল খরচ করাই নয়, সেই খরচ করতে ঋণও নেন বহু মানুষ।

সম্প্রতি বিয়ে নিয়ে আমেরিকায় একটি গবেষণা করা হয়েছে৷ এই গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য।

ব্যয়বহুল বিয়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয় কম খরচের বিয়ে, বলছে গবেষণা। 

 তিন হাজার দম্পতির উপর গবেষণাটি করা হয়েছে। 

 যে দম্পতিরা বিয়েতে বেশি খরচ করে, তারা  দীর্ঘকালীন সম্পর্কের ক্ষেত্রে অসুখী থাকে।

গবেষণায় দেখা গিয়েছে, যে সব দম্পতি বিয়েতে বিপুল খরচ করেছে, তাদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

বিয়েতে নিজেদের সামর্থ্য মতো খরচ করলে নবদম্পতির সম্পর্ক সুন্দর এবং সুদৃঢ় হয়।