মহিলাদের সাজের ক্ষেত্রে, বিশেষত মেকআপ করার ক্ষেত্রে লিপস্টিক বা ঠোঁটরঞ্জনী অত্যাবশ্যকীয় উপকরণ।
ছবি: সংগৃহীত
সারা বিশ্বে লিপস্টিকের বিক্রি ব্যাপক। এমন অনেক মহিলাই আছেন যাঁরা লিপস্টিক না লাগিয়ে বাইরে যান না।
ছবি: সংগৃহীত
বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের লিপস্টিক বাজারে পাওয়া যায়। কম থেকে বেশি, সব রকম দামের লিপস্টিক রয়েছে বাজারে।
ছবি: সংগৃহীত
বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের লিপস্টিক বাজারে পাওয়া যায়। কম থেকে বেশি, সব রকম দামের লিপস্টিক রয়েছে বাজারে।
ছবি: সংগৃহীত
কিন্তু লিপস্টিক পরার পরে খাবার খেতে গিয়ে বা অসাবধানে অনেক সময় লিপস্টিক খেয়ে ফেলেন মহিলারা। অনেক সময় ঘামের সঙ্গে লিপস্টিক গলে গিয়েও মুখে চলে যায়।
ছবি: সংগৃহীত
মহিলারা সারা জীবনে যে পরিমাণ লিপস্টিক ব্যবহার করেন, তার মধ্যে প্রায় দুই থেকে চার কেজি লিপস্টিক খেয়ে ফেলেন বলে দাবি রিপোর্টে।
ছবি: সংগৃহীত
বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তৈরি হয় লিপস্টিক। অল্প পরিমাণে পেটে গেলে বিশেষ সমস্যা না হলেও সুস্থতার জন্য সর্বদা সতর্ক থাকা জরুরি। বেশি ক্ষণ লিপস্টিক পরে না থাকাই ত্বকের জন্য ভাল বলে মনে করেন বিশেষজ্ঞেরা।
ছবি: সংগৃহীত
মহিলারা ইচ্ছাকৃতভাবে লিপস্টিক খান না, লিপস্টিক লাগানোর পর তা ধীরে ধীরে পেটে প্রবেশ করে।
ছবি: সংগৃহীত