কচুর খোসা ছাড়াতে গেলেই হাত চুলকোয়? এর কারণ কচুতে থাকা র্যাফাইড।
ছবি: সংগৃহীত
কয়েকটি সহজ টোটকায় এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
ছবি: সংগৃহীত
কচুর খোসা ছাড়ানোর সময় চুলকানি এড়াতে হাতে গ্লাভ্স পরে নিন।
ছবি: সংগৃহীত
খোসা ছাড়ানোর আগে ‘স্টিল উল’ বা স্টিলের স্ক্রাবার দিয়ে কচুর গা ঘষে পরিষ্কার করে নিন।
ছবি: সংগৃহীত
খোসা ছাড়ানোর আগে কচুর গায়ে লেবুর রস বা অল্প তেঁতুল মাখিয়ে নিন। হাত চুলকোলে লেবুর রস হাতে লাগান।
ছবি: সংগৃহীত
কচু জলে ভাল করে ধুয়ে এবং লবণ জলে কিছু ক্ষণ ভিজিয়ে রেখে, তার পর খোসা ছাড়ান। এতে চুলকানি কম হবে।
ছবি: সংগৃহীত
কচু পরিষ্কার করে, খোসা ছাড়িয়ে কাটার পর সাবান-জলে ভাল ভাবে হাত ধুয়ে নিন। হাত পরিষ্কারের জন্য ভিনিগারও ব্যবহার করতে পারেন।
ছবি: সংগৃহীত
চুলকানি, জ্বালা বা ফোলা ভাব কমাতে অ্যালো ভেরা জেলও লাগাতে পারেন।
ছবি: সংগৃহীত