প্রথম ডেট নিয়ে অনেকের মনেই নানা ভয় কাজ করে। কোন-কোন বিষয়ে কথা বলব, না বলব সেসব ঘিরেও নানা সংশয় কাজ করে অনেকের মনে।

ছবি: সংগৃহীত

তবে ভয় না পেয়ে কিছু সহজ বিষয় মাথায় রাখুন, যাতে সঙ্গীর মনে পাকাপাকি জায়গা করে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

প্রথম দেখায় নিজেদের পছন্দ-অপছন্দ সম্বন্ধে কথা বলুন। জেনে নিন আপনার সঙ্গীর কোনটা ভাল লাগে, কোনটা ভাল লাগেনা এবং প্রথম দেখায় তাঁর ভাল লাগাকেই গুরুত্ব দিন।

ছবি: সংগৃহীত

একে অপরের সঙ্গে নিজেদের শৈশবের দিনের কথা ভাগ করে নিতে পারেন। তবে প্রথম দেখাতেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশি প্রশ্ন করে বসবেন না।

ছবি: সংগৃহীত

পেশাগত ক্ষেত্রে কেমন উন্নতি চান বা ভবিষ্যতে পেশা নিয়ে কোনদিকে যেতে চান সেই বিষয়েও আলোচনা করতে পারেন।

ছবি: সংগৃহীত

সঙ্গীর জীবনের সেরা স্মৃতির কথা জানতে চাইতে পারেন। নিজের জীবনের স্মরণীয় মুহূর্তের কথাও তাঁর সঙ্গে ভাগ করে নিন।

ছবি: সংগৃহীত

দু’জনেই যদি সিনেমা দেখতে ভালবেসে থাকেন, তাহলে কেমন ধারার সিনেমা দেখতে পছন্দ করেন, প্রিয় চরিত্রদের নিয়ে, কথা বলতে পারেন।

ছবি: সংগৃহীত

অবসর সময় কীভাবে কাটাতে পছন্দ করেন বা ছুটির দিনে কী করেন, সেই সকল বিষয়েও কথা বলা যেতে পারে।

ছবি: সংগৃহীত

পরিবারে কারা আছেন এবং তাঁদের মধ্যে আপনাদের কাছের কারা, সেই নিয়েও কথা বলুন। একে-অপরকে জানার জন্য নিজেদের পরিবার সম্বন্ধে জানা প্রয়োজনীয়।

ছবি: সংগৃহীত