বিশেষ এক গ্রামের লোকেরা একে অপরকে নাম ধরে ডাকেন না। বিভিন্ন ধরনের শিস বাজিয়ে ডাকেন।
ছবি: সংগৃহীত
শুনতে অদ্ভুত লাগলেও মেঘালয়ের একটি গ্রামে রয়েছে এমনই অদ্ভুত নিয়ম।
ছবি: সংগৃহীত
শিলং থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কংথং গ্রামকে ‘হুইসলিং ভিলেজ’ বলা হয়।
ছবি: সংগৃহীত
এই গ্রামে বসবাসকারী লোকদের দু’টি নাম রয়েছে। একটি সাধারণ নাম এবং অন্যটি শিস দিয়ে ডাকা নাম।
ছবি: সংগৃহীত
শিস দেওয়ার ক্ষেত্রেও রয়েছে রকমফের। মায়েরা তাঁদের বাচ্চাদের ডাকতে ব্যবহার করেন এক রকম শিস আর বড়দের ডাকতে ব্যবহার করা হয় আর এক রকম আওয়াজ।
ছবি: সংগৃহীত
গোটা গ্রামে শিস দিয়ে ডাকার রেওয়াজ। ৭০০ গ্রামবাসীর প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা আওয়াজ।
ছবি: সংগৃহীত
দিনভর গ্রামে নানা ধরনের শিস শোনা যায়। প্রসবের পরে মা সন্তানের জন্য বিশেষ সুরের সৃষ্টি করেন।
ছবি: সংগৃহীত
যদি কোনও গ্রামবাসী মারা যায়, তবে সেই ব্যক্তির জন্য থাকা সুরেরও ‘মৃত্যু’ হয়।
ছবি: সংগৃহীত
গ্রামের মধ্যে বা বাড়িতে ডাকার জন্য ছোট শিস ব্যবহার করা হয়।
ছবি: সংগৃহীত
অপরিচিত মানুষের ক্ষেত্রে লম্বা শিস দিয়ে ডাকা হয়।
ছবি: সংগৃহীত