প্রায়শই আমরা অজানা রাস্তা খুঁজে পেতে জিপিএসের সাহায্য নিই।

কিন্তু জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দুই চিকিৎসকের৷ ঘটনাটি কেরালার এর্নাকুলামের।  

প্রবল বৃষ্টিতে সঠিক পথ খুঁজতে চিকিৎসক জিপিএস ব্যবহার করে গাড়ি চালাচ্ছিলেন। জিপিএস তাঁকে পেরিয়ার নদীতে নিয়ে যায়।

গাড়িতে অদ্বৈত, তাঁর সহকর্মী আজ়মল সহ তিন জন ছিলেন।

পেরিয়ার নদীতে ডুবে গিয়েও প্রাণে বেঁচে যান তিন জন।

কিন্তু নদীতে ডুবে মারা যান অদ্বৈত আর আজ়মল

 দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পরে অদ্বৈতদের সহযাত্রী গজিক থাবসির পুরো ঘটনার কথা জানান।

 গজিক জানান, বৃষ্টির কারণে তাঁরা পথ হারিয়ে ফেলেছিলেন। সঠিক পথ খুঁজতে জিপিএসের সাহায্য নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।