media/unsplash:2LI1Rl5b_P4

কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। 

media/unsplash:fv1EFjgIb94

চ্যাটজিপিটি নিয়ে সম্প্রতি নতুন একটি তথ্য় প্রকাশ করেছে ওপেন এআই।

media/unsplash:zwd435-ewb4

জানা গিয়েছে, এ বার ইন্টারনেট ব্রাউজ় করে ঠিক সেই সময়ের তথ্যপঞ্জি দিয়ে দেবে চ্যাটজিপিটি।

media/unsplash:6ctRy2OAzwA
media/unsplash:G_vWviqUCCg

 ইন্টারনেট ব্রাউজ় করতে পারবে চ্যাটজিপিটি। সেই মুহূর্তের তথ্যও সরবরাহ করতে পারবে।

media/unsplash:9Ge8ngH6JeQ

এমনকি, অনুবাদ করে যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারবে চ্যাটজিপিটি।

media/unsplash:3ihil3w85-4

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার পর ভারতীয়দের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।

media/unsplash:NMYnjJNviO4

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দ্রুত বিকশিত হচ্ছে ভারতে। অনেক তথ্যপ্রযুক্তি সংস্থা এআই টুলকিট ব্যবহার করছে।

media/unsplash:H10CdHCbxFM

২০৫০ সালের মধ্যে ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান।