কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।
চ্যাটজিপিটি নিয়ে সম্প্রতি নতুন একটি তথ্য় প্রকাশ করেছে ওপেন এআই।
জানা গিয়েছে, এ বার ইন্টারনেট ব্রাউজ় করে ঠিক সেই সময়ের তথ্যপঞ্জি দিয়ে দেবে চ্যাটজিপিটি।
ইন্টারনেট ব্রাউজ় করতে পারবে চ্যাটজিপিটি। সেই মুহূর্তের তথ্যও সরবরাহ করতে পারবে।
এমনকি, অনুবাদ করে যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারবে চ্যাটজিপিটি।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার পর ভারতীয়দের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।
কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দ্রুত বিকশিত হচ্ছে ভারতে। অনেক তথ্যপ্রযুক্তি সংস্থা এআই টুলকিট ব্যবহার করছে।
২০৫০ সালের মধ্যে ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান।
পরবর্তী খবর পড়ুন