media/unsplash:dNmmjX2Owxk

শুধু পোশাক নয়, অনেক ধরনের সাজের কায়দাই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। কী কী? রইল তালিকা…

ছবি: সংগৃহীত

media/unsplash:hTRmdSd9RKU

শুনলে অবাক হবেন, উত্তর কোরিয়ায় লাল লিপস্টিক ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। ব্যবহার করলেই শাস্তি। হতে পারে জরিমানাও।

ছবি: সংগৃহীত

media/unsplash:VW5VjskNXZ8

উত্তর কোরিয়ার বাসিন্দারা ইউরোপীয় আর আমেরিকান কোম্পানির টি-শার্ট পরতে পারবেন না।

ছবি: সংগৃহীত

media/unsplash:BciCcl8tjVU

পশ্চিমি সংস্কৃতির অঙ্গ আঁটসাঁট জিন্‌স পরাতেও নিষেধাজ্ঞা কিম জং উনের। নিষিদ্ধ ছেঁড়া জিন্‌সও। 

ছবি: সংগৃহীত

media/unsplash:BXFY8_iii9M

২৮ রকম চুলের কায়দা নির্দিষ্ট করা আছে। তার মধ্যে থেকেই যে কোনও একটি বেছে নিতে হয়। চুলে রং? নৈব নৈব চ!

ছবি: সংগৃহীত

media/unsplash:wKsDKTe3oaI

শরীরের কোনও জায়গায় ছিদ্র করানোয় রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। খুব বেশি হলে কান ফোটানো যেতে পারে। তা-ও একটির বেশি নয়।

ছবি: সংগৃহীত

media/unsplash:RfoISVdKM4U

উত্তর কোরিয়ার অবিবাহিত মেয়েরা বড় চুল রাখতে পারেন না।

ছবি: সংগৃহীত

চামড়ার তৈরি বিশেষ এক ধরনের ট্রেঞ্চ কোট এবং মাও জে দংয়ের মতো স্যুট পরেন খোদ কিম জং। ফলে এই ধরনের কোট বা স্যুট পরার অধিকার দেশের আর কারও নেই।

ছবি: সংগৃহীত