media/unsplash:NuIbSaztf_g

বেঙ্গালুরুর রাস্তায় তীব্র যানজট। তার মাঝেই এল পিৎজ়া! 

media/unsplash:GFjyimhomaM

বেঙ্গালুরুর আউটার রিং রোডে যানজটে দাঁড়িয়ে অনেক ক্ষণ। গাড়িতে বসে  খিদে পেয়ে যায় কয়েক জনের।

media/unsplash:frTrM7Gdkho

যানজটে দাঁড়িয়েই অনলাইনে পিৎজ়া অর্ডার করে দেন কয়েক জন।

media/unsplash:2qeZQ-tHWOg
media/unsplash:pHzyr-doErc

তাঁরা ভেবেছিলেন অর্ডার করা পিৎজ়া সময়মতো বাড়িতে বা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে।

media/unsplash:dN0yJejNxHg

এ দিকে ফোনে গ্রাহকের অবস্থান জানতে চান খাদ্য সরবরাহকারী কর্মী।

media/unsplash:50yZdrpM_ec

যানজটের মধ্যেই গ্রাহকের লোকেশন ট্র্যাক করে পিৎজ়া নিয়ে হাজির হন ওই কর্মী।

media/unsplash:CiSizRTO8U8

সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো।