বেঙ্গালুরুর রাস্তায় তীব্র যানজট। তার মাঝেই এল পিৎজ়া!
বেঙ্গালুরুর আউটার রিং রোডে যানজটে দাঁড়িয়ে অনেক ক্ষণ। গাড়িতে বসে খিদে পেয়ে যায় কয়েক জনের।
যানজটে দাঁড়িয়েই অনলাইনে পিৎজ়া অর্ডার করে দেন কয়েক জন।
তাঁরা ভেবেছিলেন অর্ডার করা পিৎজ়া সময়মতো বাড়িতে বা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে।
এ দিকে ফোনে গ্রাহকের অবস্থান জানতে চান খাদ্য সরবরাহকারী কর্মী।
যানজটের মধ্যেই গ্রাহকের লোকেশন ট্র্যাক করে পিৎজ়া নিয়ে হাজির হন ওই কর্মী।
সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো।
পরবর্তী খবর পড়ুন
পরবর্তী খবর পড়ুন