সোনার কমোড চুরির ঘটনায় অবশেষে ধরা পড়লেন চার ব্রিটিশ নাগরিক। প্রদর্শনীতে রাখা ১৮ ক্যারাট সোনার একটি টয়লেট সিট চুরি যায় ২০১৯-এ।
ছবি: সংগৃহীত
ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেম প্রাসাদে অনুষ্ঠিত শিল্প প্রদর্শনীতে রাখা ছিল সেই সোনার কমোড।
ছবি: সংগৃহীত
২০১৯ সালের সেপ্টেম্বরে সেই প্রদর্শনী থেকে চুরি যায় প্রায় ৫০ কোটি মূল্যের ওই কমোড।
ছবি: সংগৃহীত
ঘটনার চার বছর পর কমোড চুরির অভিযোগে চার ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
ছবি: সংগৃহীত
ইটালির এক শিল্পীর তৈরি সোনার ওই টয়লেট সিটটি একটি ‘আর্ট ইনস্টলেশন’ বা ভাস্কর্যের অংশ ছিল, যার নাম ‘আমেরিকা’।
ছবি: সংগৃহীত
সোনার এই টয়লেট সিটের দাম ৫০ কোটি টাকার বেশি বলে জানা যায়।
ছবি: সংগৃহীত
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই টয়লেট সিট ব্যবহার করেছেন।
ছবি: সংগৃহীত
১৯৮৭ সালে ব্লেনহেম প্রাসাদকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এর অন্তর্ভুক্ত করে ইউনেস্কো।
ছবি: সংগৃহীত