প্রিয় বন্ধুর বিয়ের মতো বিশেষ দিনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার জন্য পোশাক অবশ্যই হতে হবে নজরকাড়া, তাই মোটা অঙ্কের টাকা খরচ করে লেহঙ্গা কিনবেন ঠিক করেছেন। তবে লাল, মেরুনের বাইরে গিয়ে একটু অন্য রকম রঙের লেহঙ্গা বেছে নিলে কেমন হয়?

ছবি: সংগৃহীত

প্যাস্টেল সবুজ রঙের লেহঙ্গাতেই হয়ে উঠুন অপরূপা।

ছবি: সংগৃহীত

প্যাস্টেল সবুজ

গোলাপি কী আপনার পছন্দের রং? তা হলে প্যাস্টেল গোলাপি রঙের লেহঙ্গা পরতে পারেন।

ছবি: সংগৃহীত

প্যাস্টেল গোলাপি

আকাশি রঙের লেহঙ্গার সঙ্গে পরুন সাদা পাথরের গয়না, সকলের নজর আপনার দিকেই থাকবে।

ছবি: সংগৃহীত

আকাশি

এখন বাজারে ল্যাভেন্ডার রঙের চল প্রবল। বন্ধুর বিয়েতে পরার জন্য আপনিও বেছে নিতে পারেন একটি ল্যাভেন্ডার রঙের লেহঙ্গা।

ছবি: সংগৃহীত

ল্যাভেন্ডার

হালকা গোলাপি ও কমলার মিশেলে তৈরি পিচ রঙের লেহঙ্গার সঙ্গে নিন চুমকির কারুকার্য করা ওড়না, হালকা রঙেও আকর্ষণীয় হয়ে উঠবেন।

ছবি: সংগৃহীত

পিচ

চুমকি ও জড়ির কারুকার্য করা সোনালি রঙের লেহঙ্গা বেছে নিতে পারেন বিশেষ দিনটির জন্য।

ছবি: সংগৃহীত

সোনালি

সাদার কোনও বিকল্প হয় না। বন্ধুর বিয়েতে সাদা রঙের লেহঙ্গাতেই হয়ে উঠুন মোহময়ী।

ছবি: সংগৃহীত

সাদা