‘বেল বটম’, ‘প্ল্যাটফর্ম হিল’ ছাড়াও কোন কোন রেট্রো ফ্যাশন ট্রেন্ডগুলি আবার ফিরে আসছে?
ছবি: সংগৃহীত
‘প্ল্যাটফর্ম হিল’
৯০-এর দশকে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করা ‘প্ল্যাটফর্ম হিল’ জুতো আবারও ট্রেন্ডিং! বিভিন্ন পোশাকের সঙ্গে পরা যেতে পারে এই জুতো।
ছবি: সংগৃহীত
‘বেল বটম’
‘স্কিনি’ বা ‘স্ট্রেচেব্ল জিন্স’-এর পরিবর্তে ‘ওয়াইড লেগ’ বা ‘বেল বটম’ প্যান্ট আবারও ফিরে এসেছে বাজারে।
ছবি: সংগৃহীত
পশমের কোট
৯০-এর দশকে এই ধরনের কোটের বেশ চল ছিল। কেতাদুরস্ত ফ্যাশনের পাশাপাশি ঠান্ডায় এই কোটগুলি পরেও আরাম। আবার বাজারে আধিপত্য বিস্তার করছে এই পশমের কোট।
ছবি: সংগৃহীত
‘হল্টার টপ’
বর্তমানে বাজারে চাহিদা রয়েছে ‘হল্টার টপ’-এর। ‘হাই ওয়েস্ট জিন্স’ বা স্কার্টের সঙ্গে অনন্য লুক এনে দিতে পারে এই পোশাক।
ছবি: সংগৃহীত
স্কার্ফ
স্কার্ফ আপনার ব্যক্তিত্বকে একটি আকর্ষণীয় চেহারা দেবে। এটি মাথার ব্যান্ড বা মাফলার হিসাবেও ব্যবহার করা যেতে পারে।
ছবি: সংগৃহীত
‘ওয়েস্ট কোট’
‘ওয়েস্ট কোট’-ও ফিরে এসেছে বাজারে। এটি ট্রাউজ়ার, ধুতি, প্যান্ট, স্কার্ট, জিন্সের সঙ্গে বেশ মানানসই।
ছবি: সংগৃহীত