কাপড় কাচার সাবান গুঁড়ো নাকি তরল কোনটি ভাল?
ছবি: সংগৃহীত
জামাকাপড় দীর্ঘ দিন ভাল থাকবে কিনা তা নির্ভর করে জামাকাপড় কী ভাবে পরিষ্কার করা হচ্ছে এবং কোন ধরনের সাবান দিয়ে ধোয়া হচ্ছে তার উপর।
ছবি: সংগৃহীত
কাপড় ধোয়ার জন্য বাজারে গোটা সাবান, গুঁড়ো সাবান এবং তরল সাবান পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
তরল সাবান সহজেই জামাকাপড়ে মিশে যেতে পারে। এর ফলে তরল সাবান অনেক দ্রুত জামাকাপড় পরিষ্কার করে। কাপড়কে নতুনের মতো রাখে।
ছবি: সংগৃহীত
দামের দিক থেকে বিচার করলে কাপড় কাচার তরল সাবানের দাম অপেক্ষাকৃত বেশি।
ছবি: সংগৃহীত
কাপড় কাচার তরল সাবান সাধারণত ওয়াশিং মেশিনে কাচার সময় ব্যবহার করা হয়।
ছবি: সংগৃহীত
কাপড় কাচার গুঁড়ো সাবান অনেক ফেনা তৈরি করে। এর ফলে অনেক সময় কাপড়ে সাদা স্তর জমতে দেখা যায়। এটা কাপড়ের গুণমান নষ্ট করে।
ছবি: সংগৃহীত
কাপড় কাচার তরল সাবান নরম জামাকাপড় পরিষ্কার করার জন্য উপকারী। কাপড় কাচার গুঁড়ো সাবান সাধারণ কাপড়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
ছবি: সংগৃহীত
কাপড় কাচার তরল সাবান কাপড় থেকে তেলময়লা, জেদি দাগ দূর করতে ভাল কাজ করে। এ ক্ষেত্রে কাপড় কাচার গুঁড়ো সাবান ব্যবহার করলে বার বার ঘষতে হয়, যা কাপড়ের ক্ষতি করে।
ছবি: সংগৃহীত