নতুন জীবন বিমা করাবেন? বিনিয়োগের আগে কোন শর্তগুলি জেনে নেবেন?
ছবি: সংগৃহীত
পরিবারের আর্থিক নিরাপত্তার জন্যই জীবন বিমায় বিনিয়োগ করেন অনেকে।
ছবি: সংগৃহীত
জীবন বিমা কেনার আগে কোন পাঁচ শর্ত অবশ্যই জেনে নিতে হবে?
ছবি: সংগৃহীত
প্রিমিয়াম
বিমা কভারেজের জন্য নির্দিষ্ট ব্যবধানে গ্রাহককে কত করে জমা দিতে হবে? বিমা করানোর আগে তা গ্রাহককে ভাল করে জেনে নিতে হবে।
ছবি: সংগৃহীত
নিশ্চিত রাশি
জীবন বিমায় বিনিয়োগের পর নিশ্চিত ভাবে কত টাকা বিমা কোম্পানির থেকে ফেরত পাওয়া যাবে, এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
ছবি: সংগৃহীত
‘এক্সক্লুশন’
যে বিশেষ শর্তাবলী লঙ্ঘন করলে পলিসি কভারেজ পাওয়া যাবে না। বিমা কেনার সময় সমস্ত শর্ত খুঁটিয়ে পড়ে যাচাই করে নিতে হবে।
ছবি: সংগৃহীত
‘ডেথ বেনিফিট’
গ্রাহকের মৃত্যু হলে সে ক্ষেত্রে নমিনি বা পরিবারের সদস্যেরা কত পরিমাণ ফেরত বা কী কী সুবিধা পাবেন? কোম্পানি অথবা এজেন্টের কাছ থেকে বিশদে জেনে নিন সেই তথ্যও।
ছবি: সংগৃহীত
‘বেনিফিশিয়ারি’
বিমা করানোর সময় যে ব্যক্তিকে গ্রাহক নিজের মৃত্যুর পর পলিসির ‘ডেথ কভারেজ’ নেওয়ার জন্য উল্লেখ করবেন। সমস্ত তথ্য যাচাই করে বিনিয়োগ করুন।
ছবি: সংগৃহীত