বিমানে ভ্রমণের সময় ঘি, তেল এবং আচার নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকে। নেপথ্যকারণ কী?
ছবি: সংগৃহীত
এমনকি বিমান ভ্রমণের সময়, ছুরি, কাঁচি ইত্যাদি যে কোনও ধারালো জিনিসই নিয়ে যাওয়া নিষিদ্ধ।
ছবি: সংগৃহীত
তেমনই ঘি এবং আচার নিয়েও ফ্লাইটে ওঠা যায় না।
ছবি: সংগৃহীত
ঘি এবং আচার গড়িয়ে অন্য যাত্রীর জিনিসপত্র নষ্ট হতে পারে।
ছবি: সংগৃহীত
বিমানের মধ্যে তাপমাত্রা খুব কম থাকায় খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
ছবি: সংগৃহীত
ঘি এবং আচার নিয়ে বিমানে চড়া নিষিদ্ধ করার অন্যতম কারণ এগুলি সহজদাহ্য।
ছবি: সংগৃহীত
ঘি-তে চর্বি থাকায় আগুন লাগার আশঙ্কা থাকে।
ছবি: সংগৃহীত
যদিও কোনও কোনও এয়ারলাইন্স সীমিত পরিমাণে এবং মুখবন্ধ কন্টেনারে আচার নিয়ে যাওয়ার অনুমতি দেয়।
ছবি: সংগৃহীত