বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি বিপুল সম্পত্তির মালকিন। সংসার সামলানো ও অভিনয়ের পাশাপাশি আর কী কী করেন তিনি?
ছবি: সংগৃহীত
‘ভিএফএক্স’ স্টুডিও (এসভিএস)
২০২২ সালে অভিনেত্রী ‘ভিএফএক্স’-এর জগতে প্রবেশ করেন এবং সন্দীপ মান নামক এক ব্যক্তির সঙ্গে যৌথ উদ্যোগে একটি ‘ভিএফএক্স’ স্টুডিয়ো – ‘এসভিএস’ চালু করেন।
ছবি: সংগৃহীত
পোশাকের সংস্থা (ড্রিমএসএস)
অনেকেই হয়তো জানেন না ২০২০ সালে অভিনেত্রী নিজস্ব পোশাক সংস্থা ‘ড্রিমএসএস’ তৈরি করেছেন।
ছবি: সংগৃহীত
ফিটনেস অ্যাপ (সিম্পলি সোলফুল: শিল্পা শেঠি)
‘ফিটনেস ফ্রিক’ অভিনেত্রী ২০১৯ সালে ‘সিম্পলি সোলফুল’ নামে নিজের একটি ফিটনেস অ্যাপ চালু করেন।
ছবি: সংগৃহীত
রেস্তরাঁ চেন (বাস্তিয়ান)
শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা যৌথ মালিকানায় ‘বাস্তিয়ান’ নামে একটি রেস্তরাঁ চেন খুলেছেন।
ছবি: সংগৃহীত
সংস্থার প্রচারমুখ
‘ইয়াকুল্ট’, ‘বি ন্যাচরাল’-এর মতো নামকরা সংস্থার প্রচারমুখ শিল্পা শেট্টি।
ছবি: সংগৃহীত
বিনিয়োগ
‘মামা আর্থ’-এর মতো বেশ কয়েকটি স্টার্ট-আপ সংস্থায় বিনিয়োগের মাধ্যমেও তিনি বেশ আয় করেন।
ছবি: সংগৃহীত
রিয়্যালিটি শো
নানা রিয়্যালিটি শো-র বিচারপতি হিসাবেও তাঁর ভালই লক্ষ্মীলাভ হয়।
ছবি: সংগৃহীত