কোন সাত খাবার দেখতে শরীরের বিভিন্ন অঙ্গের মতো?
ছবি: সংগৃহীত
গাজর
গাজর গোল করে কাটলে চোখের মতো দেখায়। এই সব্জি চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
ছবি: সংগৃহীত
আখরোট
আখরোটের ভেতরের অংশ দেখতে মানুষের মস্তিষ্কের মতো। এটি বুদ্ধিতে শান দেয়, স্মৃতিশক্তি মজবুত করে।
ছবি: সংগৃহীত
সেলারি
সেলারি দেখতে অনেকটা হাড়ের মতো। এটি হাড়ের শক্তিবৃদ্ধি করে।
ছবি: সংগৃহীত
অ্যাভোকাডো
অ্যাভোকাডোর গঠন জরায়ুর মতো। গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী এই ফল।
ছবি: সংগৃহীত
জাম্বুরা
স্তনের আকৃতির জাম্বুরা ক্যানসারের ঝুঁকি হ্রাস করে।
ছবি: সংগৃহীত
টোম্যাটো
টোম্যাটো কাটলে দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো লাগে। লাইকোপিন থাকার কারণে এটি হৃদ্যন্ত্রের বিভিন্ন সমস্যা দূরে রাখে।
ছবি: সংগৃহীত
রেড ওয়াইন
রেড ওয়াইনের রং রক্তের রঙের সঙ্গে বেশ খানিকটা মিলে যায়। এটি ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। ডায়াবিটিসও নিয়ন্ত্রণে রাখে।
ছবি: সংগৃহীত