সাদা পোশাকে দাগ সবচেয়ে বেশি চোখে পড়ে।
ছবি: সংগৃহীত
চা-কফি খেতে গিয়ে অসাবধানে যদি আপনার প্রিয় সাদা পোশাকে পড়ে যায়, তা হলে সেই দাগ তোলা মুশকিল হয়।
ছবি: সংগৃহীত
সাদা কাপড়ে চা-কফি পড়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে পরিষ্কার করলে দাগ দূর হতে পারে।
ছবি: সংগৃহীত
দাগযুক্ত জায়গায় লেবুর রস এবং ট্যালকম পাউডারের মিশ্রণ লাগালে দাগ হালকা হতে পারে।
ছবি: সংগৃহীত
দাঁত মাজার ব্রাশ দিয়ে দাগযুক্ত জায়গায় গোল গোল করে ঘষলেও উপকার পেতে পারেন।
ছবি: সংগৃহীত
১০ মিনিট এই ভাবে ঘষলে চা-কফির সবচেয়ে জেদি দাগও দূর হয়ে যাবে।
ছবি: সংগৃহীত
পুরনো দাগের উপর বেকিং সোডা আর লেবুর রসের মিশ্রণ লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন।
ছবি: সংগৃহীত
তার পরে হালকা গরম জল দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন। দাগ দূর হবে, কাপড় হবে উজ্জ্বল।
ছবি: সংগৃহীত