লোকসভা নির্বাচন চলছে দেশ জুড়ে। ভোটার তালিকায় আপনার নাম আছে কি? জানবেন কী ভাবে?

ছবি: সংগৃহীত

সচিত্র পরিচয়পত্রে থাকা ‘এপিক নম্বর’ই ভোটার তালিকায় নাম আছে কি না তা জানার চাবিকাঠি।

ছবি: সংগৃহীত

media/unsplash:BAanEbxe9No

মোবাইলে ইসিআই লিখে একটা স্পেস দিন। তার পরে লিখুন এপিক নম্বর।

ছবি: সংগৃহীত

media/unsplash:J2e34-1CVVs

এ বার সেই এসএমএস পাঠিয়ে দিন ১৯৫০ নম্বরে। সঙ্গে সঙ্গেই জবাব আসবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:Qo_2hhoqC3k

এ ভাবেই বিনা ইন্টারনেটে জেনে নেওয়া যাবে ভোটার তালিকায় আপনার নাম আছে কি না!

ছবি: সংগৃহীত

সচিত্র পরিচয়পত্র হারিয়ে গেলে তা-ও অনলাইনে ডাউনলোড করে নেওয়া যায়।

ছবি: সংগৃহীত

media/unsplash:FlPc9_VocJ4

এ জন্য ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:dIMJWLx1YbE

সেখানে পরিচয়পত্র ডাউনলোডের অপশন আছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:33oxtOMk6Ac

আবেদন জানালে মোবাইলে ওটিপি আসবে।

ছবি: সংগৃহীত

ওটিপি দিলেই আপনি পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

ছবি: সংগৃহীত