পরিবেশের রূপ একেক জায়গায় একেক রকম। পরিবেশের এমন নানা রূপ বরাবরই মানুষকে অবাক করে এসেছে।
ছবি: সংগৃহীত
‘পিসোনিয়া’ নামক গাছটিও সে সকল চমকপ্রদ রূপেদের মধ্যে একটি, যা তার বৈশিষ্ট্যের জন্য ‘বার্ডক্যাচার’ নামেও পরিচিত। এই গাছে বসলেই খোয়া যায় পাখিদের প্রাণ।
ছবি: সংগৃহীত
এই গাছের শাখা-প্রশাখা পাখিদের আকৃষ্ট করে, তার ডালে বাসা বানানোর জন্য। সাধানণত ছোট পাখিরাই এই গাছের শিকার হয়।
ছবি: সংগৃহীত
পাখিরা যখনই ওই গাছের ডালে গিয়ে বসে, তখনই সেই গাছের ডালে ছড়িয়ে থাকা আঠালো বীজ তাদের গায়ে লেগে যায়।
ছবি: সংগৃহীত
এই আঠালো বীজ ছোট পাখিদের ডানা ও পায়ে লেগে গিয়ে তাদের আর উড়ে যেতে দেয় না।
ছবি: সংগৃহীত
এ ভাবেই সেখানে আটকে থেকে পাখিগুলির শেষে মৃত্যু ঘটে। গাছগুলির এই বৈশিষ্ট্যের জন্য ‘বার্ডক্যাচার’-এর পাশাপাশি এদের ‘ক্যাচ বার্ডট্রি’ বা ‘বার্ডলাইম ট্রি’-ও বলা হয়।
ছবি: সংগৃহীত
এই গাছের প্রতিটি শাখা-প্রশাখায় আঠালো বীজগুলি চাদরের মতো ছড়িয়ে থাকে।
ছবি: সংগৃহীত
‘পিসোনিয়া’ গাছে বছরে দু’বার ফুল হয়। প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকায় এই গাছগুলি দেখা যায়।
ছবি: সংগৃহীত