ইরানে রয়েছে ১০০ বছরেরও পুরনো বিষ্ণুমন্দির!
ছবি: সংগৃহীত
ইরানে মোট দু’টি মন্দির রয়েছে। যার মধ্যে বান্দার আব্বাসে অবস্থিত মন্দিরটিতে বিষ্ণুই পূজিত হন।
ছবি: সংগৃহীত
ইরানের শিকারপুর শহরের হিন্দু ব্যবসায়ীরা এই মন্দিরটি তৈরি করেছিলেন।
ছবি: সংগৃহীত
১৮৯২ খ্রিস্টাব্দে, তৎকালীন ইরানের শাসক মহম্মদ হাসান খান সা’দ-উল-মালেকের আমলে এই মন্দিরটি নির্মিত হয়।
ছবি: সংগৃহীত
ইরানের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে বান্দার আব্বাসের এই বিষ্ণুমন্দিরটি অন্যতম।
ছবি: সংগৃহীত
এই মন্দিরটির স্থাপত্যকার্য ভারতবর্ষের মন্দিরগুলির থেকে গভীর ভাবে অনুপ্রাণিত।
ছবি: সংগৃহীত
বান্দার আব্বাসের এই বিষ্ণুমন্দিরের মাথার গম্বুজটিতে ইরানের মাকরানা শিল্পকার্যের নিদর্শন দেখা যায়।
ছবি: সংগৃহীত
গম্বুজের চূড়াগুলি পদ্মফুলের পাপড়ির মতো।
ছবি: সংগৃহীত
সাম্প্রদায়িক অস্থিরতার কারণে শিকারপুরের ব্যবসায়ীরা এক বার মন্দির থেকে মূর্তি তুলে নিয়ে চলে যান।
ছবি: সংগৃহীত
পরবর্তী কালে ১৯৯৮ সালে ইরান সরকার মন্দিরটি পুনরায় সংস্কার করে মূর্তি স্থাপন করে।
ছবি: সংগৃহীত