মহাকাশে মানুষ যায়৷ কিন্তু মহাকাশের জীবন সাধারণ জীবনযাপনের থেকে অনেকটা আলাদা৷
ছবি: সংগৃহীত
মহাকাশে কিছু জিনিস নিয়ে যাওয়া যায় না৷ এখানে খাবারের বিষয় বিশেষ সতর্কতা প্রয়োজন।
ছবি: সংগৃহীত
রুটি
রুটির ক্ষুদ্র কণাও মহাকাশে ভেসে থাকতে পারে৷ তাই মহাকাশ বিজ্ঞানীরা খাবার হিসাবে রুটি নিয়ে যেতে পারেন না৷
ছবি: সংগৃহীত
নরম পানীয়
নরম পানীয়ে কার্বন ডাই অক্সাইড থাকায় কার্বেনেটেড কোনও পানীয় মহাকাশে নিয়ে যাওয়া যায় না৷
ছবি: সংগৃহীত
নুন, মরিচ
নুন, গোলমরিচ ইত্যাদি মহাকাশে ভেসে থাকতে পারে৷ তাই এগুলি মহাকাশে নিয়ে যাওয়া যায় না।
ছবি: সংগৃহীত
দুধ
দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়৷ তাই একান্ত নিয়ে যেতে হলে গুঁড়ো দুধ নিতে হয়৷ তরল দুধ নেওয়া বারণ৷
ছবি: সংগৃহীত
আইসক্রিম
মহাকাশে বিভিন্ন সময় তাপমাত্রার পরিবর্তন হয়৷ আইসক্রিম গলে গিয়ে সঙ্গে থাকা যন্ত্রপাতি নষ্ট হতে পারে তাই মহাকাশে আইসক্রিম নিয়ে যাওয়া যায় না।
ছবি: সংগৃহীত
মদ
নিরাপত্তার কারণে মহাকাশে মদ নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে কড়া নিষেধাজ্ঞা।
ছবি: সংগৃহীত