বছরের শেষে উৎসবের দিনে ঘর সাজাতে সকলেই ভালবাসেন৷ এই বছর বড়দিনে গাছ দিয়েই সাজিয়ে নিতে পারেন ঘর৷
ছবি: সংগৃহীত
অ্যামেরিলিস
ঘর সাজানোর জন্য রাখতে পারেন অ্যামেরিলিস। একটি ডাঁটিতে থাকে বেশ কয়েকটি ফুল৷ মাটি ছাড়াই কাঁচের পাত্রে থাকতে পারে এই রঙিন ফুল৷
ছবি: সংগৃহীত
অর্কিড
ঘরের ফুলদানি হোক কিংবা ঝুলবারান্দা, বড়দিনে বাড়ি সাজাতে পারেন নানা রঙের অর্কিড দিয়ে৷ .
ছবি: সংগৃহীত
ক্যাকটাস
বড়দিনে ছোট ছোট ক্যাকটাস দিয়ে সাজাতে পারেন ঘর৷ ক্যাকটাসে জল দিতে হয় না, ফলে ক্যাকটাসের উপর ইচ্ছামতো আলো দিয়েও সাজাতে পারেন।
ছবি: সংগৃহীত
পয়েন্টসেটিয়া
ঘরে রাখার জন্য পয়েন্টসেটিয়া খুব জনপ্রিয়৷ এর আকর্ষণীয় রঙ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে৷
ছবি: সংগৃহীত
সাইক্ল্যামেন
সারা ঘরে মিষ্টি সুগন্ধ চাইলে রাখতে পারেন সাইক্ল্যামেন৷ তবে খেয়াল রাখবেন মাটি যেন অল্প ভেজা থাকে৷
ছবি: সংগৃহীত
ফ্রস্টি ফার্ন
বড়দিনের অন্দরসজ্জায় বরফের ছোঁয়া চাইলে রাখতে পারেন ফ্রস্টি ফার্ন৷ সাদা আর সবুজের মিশেলে ঘরের যে কোনও জায়গা হয়ে উঠবে সুন্দর৷
ছবি: সংগৃহীত
পেপার হোয়াইট
সাদা যদি আপনার প্রিয় রং হয় তাহলে অন্দরসজ্জায় রাখতে পারেন পেপার হোয়াইট। সাদা ফুলের মাঝে সবুজ কান্ড ঘরের শোভা বৃদ্ধি করবে৷
ছবি: সংগৃহীত