বিশ্বের সেরা হুইস্কির তকমা পেল ভারতীয় হুইস্কি ‘ইন্দ্রি’
ছবি: সংগৃহীত
অনেক বড় ব্র্যান্ডকে পিছনে ফেলে ভারতেও মদের ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ছবি: সংগৃহীত
‘ইন্দ্রি দীপাবলি কালেক্টর এডিশন ২০২৩’-কে বিশ্বের সেরা হুইস্কি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত
স্কচ, বার্বন এবং কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ সিঙ্গল মল্ট হুইস্কি-সহ অনেক বিখ্যাত নাম রয়েছে ইন্দ্রির পরে ।
ছবি: সংগৃহীত
এই খেতাব জেতার পর ইন্দ্রির উৎপাদনকারী সংস্থার শেয়ারও লাফিয়ে বৃদ্ধি পায়।
ছবি: সংগৃহীত
‘ইন্দ্রি দীপাবলি কালেক্টর এডিশন ২০২৩’ মদটি চকোলেট, ফল এবং বাদামের স্বাদে সমৃদ্ধ।
ছবি: সংগৃহীত
শ্রেষ্ঠ হুইস্কির এই তকমা ভবিষ্যতে বিশ্ব হুইস্কির বাজারে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে, বলে আশা করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
বিশ্বের ১৭টি দেশে এবং ভারতের ১৯টি রাজ্যে পাওয়া যায় ইন্দ্রি। উৎপাদন কেন্দ্র রয়েছে হরিয়ানায়।
ছবি: সংগৃহীত
‘এআই’ স্বাদের কোকা কোলা! কেমন খেতে?
পরবর্তী খবর পড়ুন