media/unsplash:zN7wRrxXjik

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ তার সামুদ্রিক জীববৈচিত্র, কার্নিভাল আর পর্যটনের জন্য বিখ্যাত।

ছবি: সংগৃহীত

media/unsplash:U-L8q5pyj2U

 সমুদ্র সৈকত থেকে একটি স্মৃতিচিহ্ন হিসাবে পাথর বা নুড়ি কুড়িয়ে নিতে পছন্দ করেন অনেকেই।

ছবি: সংগৃহীত

media/unsplash:AD6rn3vqG7o

তবে ক্যানারি দ্বীপপুঞ্জে এমনটা করলে কিন্তু দিতে হবে জরিমানা।

ছবি: সংগৃহীত

media/unsplash:g0Qdolm3K14

এখান থেকে বালি এবং নুড়ি-পাথর নিয়ে গেলে ভারতীয় মুদ্রায় ১৩ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করে সেখানকার প্রশাসন।

ছবি: সংগৃহীত

media/unsplash:fft-9QPbnb8

প্রতি বছর এই দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপেের সমুদ্র সৈকত থেকে প্রচুর পরিমাণে বালি উধাও হয়ে যায়।

ছবি: সংগৃহীত

media/unsplash:xMMh-VFGL9M

এমনকি, ল্যানজ়ারোট সৈকত থেকে  গায়েব হয়ে যায় আগ্নেয়গিরির ছাই এবং পাথরও!

ছবি: সংগৃহীত

media/unsplash:BQZ8ZKDAPwg

এই সমুদ্র সৈকতগুলি স্পেনের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে জনপ্রিয়।

ছবি: সংগৃহীত

media/unsplash:QWzXNoWtf2Y

তবে ক্রমাগত পর্যটক বৃদ্ধির কারণে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ছবি: সংগৃহীত